এবার বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করলেন যোগী আদিত্যনাথ

Spread the love

যোগী আদিত্যনাথের কোপে এবার ‘ব্যান্ড বাজা বারাত’। একটু খোলসা করেই বলা যাক। এলাহাবাদ অর্থাত্ আধুনা প্রয়াগরাজে বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করলেন হিন্দুত্বের ব্রান্ড অ্যাম্বাসাডার আদিত্যনাথ। কুম্ভ মেলার জন্য এই নিষেধাজ্ঞা। আগামি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা। নির্দেশিকা অনুযায়ী কুম্ভ মেলা শুরু হওয়ার একদিন আগে থেকে শেষদিন পর্যন্ত এই ধরনের অনুষ্ঠান পালন করা যাবে না।

ইতিমধ্যেই জেলা প্রশাসকের কাছে নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে। যদিও অনেকই যোগীর এই তুঘলকি সিদ্ধান্তে অখুশি। বিশেষ করে হোটেল, ক্যাটারার মালিক, গেষ্টহাউজের মালিকরা। বিয়ের মরশুমে সরকারের এই সিদ্ধান্তে তাদের প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলেও জানান। অসন্তোষ প্রকাশ করেছে বহু পরিবারও। তাঁদের দাবি, অনেক আগে থেকেই বিয়ের দিন ঠিক করা ছিল। সবাইকে আমন্ত্রণ জানানোও হয়ে গেছে। হোটেল থেকে ক্যাটারারদের অগ্রিম বুকিংয়ের টাকাও দেওয়া হয়ে গেছে। সমস্ত শুভকাজটাই বানচাল হওয়ার যোগাড়া হয়েছে। যা চূড়ান্ত অশুভ। কিন্তু মুখ্যমন্ত্রীর ফরমান! উপেক্ষা করার সাধ্য কার?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*