বুলন্দশহরে পুলিশ ইন্সপেক্টরের হত্যাকে স্রেফ দুর্ঘটনা বলে উড়িয়ে দিলেন যোগী আদিত্যনাথ

Spread the love

বুলন্দশহরে পুলিশ ইন্সপেক্টরের হত্যাকে স্রেফ দুর্ঘটনা বলে উড়িয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর মতে, এটা গণধোলাইয়ে পিটিয়ে মারার ঘটনা নয়। সেইসঙ্গে তিনি বলেছেন, দোষীদের সাজা দেওয়া হবে। নিহত পুলিশ অফিসার সুবোধকুমার সিংয়ের পরিবারের সঙ্গে দেখা করার পর তিনি দিল্লিতে এই কথা বলেন। তিনি সুবোধকুমারের স্ত্রীকে ৪০ লাখ ও তাঁর বাবা-মার জন্য ১০ লাখ ও পরিবারের লোকজনের সরকারি চাকরির ঘোষণা করেছেন। সুবোধকুমারই আখলাখ হত্যার তদন্তকারী ছিলেন। বুলন্দশহরের ঘটনা এপর্যন্ত ৯ জন গ্রেফতার হয়েছে। মূল অভিযুক্ত বজরং দলের যোগশ রাজ এখনও পলাতক। এদিকে, সুবোধকুমারকে যে সেনা জওয়ান গুলি করেছে বলে অভিযোগ, তাকে পুলিশের হাত তুলে দিয়েছে কাশ্মীরের সোপোরের তার সেনা ইউনিট। তার নাম জিতেন্দ্র মালিক ওরফে জিতু ফৌজি। জিতু মাহাউ গ্রামের বাসিন্দা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*