রাজস্থানে হনুমানের ভক্তদের ক্ষোভের মুখে পড়লেন যোগী আদিত্যনাথ; পড়ুন!

Spread the love

পবনপুত্র হনুমানকে ‘বঞ্চিত দলিত আদিবাসী’ বলে বিপাকে রামভক্ত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজস্থানে আলোয়ারে বিজেপির নির্বাচনী সভায় হনুমানকে ‘বঞ্চিত দলিত ও জঙ্গলের বাসিন্দা’ বলে মন্তব্য করেন। সেই সঙ্গে সমস্ত রামভক্তকে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান এবং রাবণরূপী কংগ্রেসকে বিতাড়নের আবেদন জানান।

সবই ঠিক ছিল। কিন্তু হনুমানকে নিয়ে যোগীর আলটপকা মন্তব্য বেজায় চটেছেন সেখানের কট্টর হিন্দু সংগঠনগুলি। তিনদিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার সময়সীমা দিয়েছেন তারা। সূত্রের খবর, ‘রাজস্থান সর্ব ব্রাহ্মণ মহাসভা’ নামের একটি সংগঠন ইতিমধ্যেই আইনি নোটিশ ধরিয়েছেন। অভিযোগ, বজরংবলীর পরিচয় নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ভোটে জিততে জাতপাতের বিভেদ তৈরির চেষ্টা করছেন তিনি।

সংগঠনের প্রধান সুরেশ মেহতা বলেন, সমাজে যারা বঞ্চিত, তাঁরাই প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে শক্তিশালী হয়ে ওঠে। মুখ্যমন্ত্রীর সেটা জানা উচিত। রাজনৈতিক ফায়দা তোলার জন্য, বজরংবলীকে ছোট করে দেখানোর চেষ্টা করছেন যোগী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*