নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বদলির নির্দেশ, রদবদল ১৮ আইপিএসের

Spread the love

তৃতীয়বার মুখ্যমন্ত্রীর আসনে বসার পর প্রথম দিনই প্রশাসনিক স্তরে একাধিক রদবদল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দিনও সেই ধারা অব্যাহত রইল। বৃহস্পতিবার ফের একবার একাধিক জেলার জেলাশাসকদের বদলির নির্দেশ জারি করা হল নবান্নর তরফে। এর পাশাপাশি একগুচ্ছ পুলিশ সুপারদেরও বদলির নির্দেশ জারি করেছে রাজ্য।

তাৎপর্যপূর্ণভাবে, গতকালই নতুন জেলাশাসক হিসেবে ইন্দিরা মুখোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছিল পূর্ব মেদিনীপুরে। কিন্তু, নিয়োগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বদলি করা হল ডিএম। নতুন জেলাশাসকের পদে আনা হয়েছে কে অমরনাথকে। একই সঙ্গে আইপিএস ধৃতিমান সরকার যাকে ঝাড়গ্রাম পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই বদলির নির্দেশকে বাতিল করে তাঁকে ফিরিয়ে আনা হয়েছে বিধাননগর পুলিশে। অন্যদিকে, ইন্দিরা মুখোপাধ্যায়কে ঝাড়গ্রাম পুলিশ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দার্জিলিং, এই তিন জেলার জেলাশাসকদেরও এ দিন বদলির নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বদলির তালিকায় নাম ছিল ২৭ জন আইপিএসের। আজ বদলি করা হয়েছে আরও ১৮ জনকে। নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনার পর এই জেলার জেলাশাসক ভিভো গোয়েলকে সরিয়ে দিয়েছিল কমিশন। তাঁকে এ বার পূর্ব বর্ধমানের জেলাশাসক করে পাঠানো হয়েছে। নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাতেও বদলির নির্দেশ ধরানো হয়েছে জেলাশাসকদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*