প্রয়াত হলেন সাহিত্যিক অদ্রীশ বর্ধন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। সোমবার রাত ১টা৩০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত কারণে বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন তিনি।
কলকাতায় ১৯৩২ সালের ১ ডিসেম্বর। ১৯৬৩ সালে আকাশ সেন ছদ্মনামে ভারতের প্রথম কল্পবিজ্ঞানের মাসিক পত্রিকা “আশ্চর্য!” প্রকাশ করেন। সম্পাদনা করেছেন ফ্যানটাসটিক, কিশোর মন, সুইডেন থেকে প্রকাশিত এনসাইক্লোপিডিয়া অফ সায়েন্স-ফিকশন-এর মতো পত্রিকা। অদ্রীশ বর্ধন সৃষ্ট চরিত্রগুলি হল ইন্দ্রনাথ রুদ্র, ফাদার ঘনশ্যাম, প্রফেসর নাটবল্টু চক্র, রাজা কঙ্ক, জিরো গজানন, নারায়ণী, এবং চাণক্য চাকলা।
অদ্রীশ বর্ধনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাহিত্যিক মহলে।
Be the first to comment