মোদী ও অমিত শাহকে শুভেচ্ছা জানালেন লালকৃষ্ণ আদবানি

Spread the love

সোমবার বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বিশেষ রাজ্যের মর্যাদা হারালো জম্মু ও কাশ্মীর ৷ একইসঙ্গে কাশ্মীর থেকে ভেঙে আলাদা করে দেওয়া হল লাদাখকে। দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু-কাশ্মীর ও লাদাখ। আর বিজেপি সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেন লালকৃষ্ণ আদবানি ৷ এই সাহসী সিদ্ধান্তের জন্য নরেন্দ্র মোদী ও অমিত শাহকে শুভেচ্ছা জানালেন তিনি ৷

দীর্ঘ ৬৯ বছর পর এদিন কাশ্মীর থেকে উঠে গেল ৩৭০ ধারা এবং ৩৫এ ৷ এবার থেকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিত হবে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ৷ জম্মু ও কাশ্মীরে বিধানসভা থাকলেও লাদাখে কোনও আলাদা বিধানসভা থাকবে না ৷ এদিন রাজ্যসভার অধিবেশন শুরু হতেই ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এদিন সিদ্ধান্তের কথা ঘোষণা হতেই প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী এই পদক্ষেপকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে উচ্ছ্বসিত প্রশংসা করেন ৷

তিনি আরও বলেন, জাতীয় সংহতি মজবুত করতে সাহসী সিদ্ধান্ত ৷ নরেন্দ্র মোদী ও অমিত শাহকে শুভেচ্ছা ৷ জনসঙ্ঘের সময় থেকেই ৩৭০ ধারার বিলোপ বিজেপির মূল কর্মসূচিগুলির মধ্যে অন্যতম উদ্দেশ্য ছিল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*