বিমান যাত্রার অনেক ঝক্কি ! বিমানবন্দরে ঢুকতে গেলেই আইডেনটিটি কার্ড দেখাও , বোর্ডিং পাস নেওয়ার সময় ফের একটা লম্বা ঝক্কি ৷ অনেকই এত ঝামেলা জাস্ট নিতে চাইতেন না ৷
এবার সেই ঝক্কি দূর করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ৷ আর দেখাতে হবে না আই কার্ড এমনকি নিতে হবে না বোর্ডিং পাসও ৷ শুধুমাত্র ফেসিয়াল রেকগনিশনের মাধ্যমেই বিমান যাত্রা করতে পারবেন যাত্রীরা ৷
এর জন্য অনলাইন পোর্টালে নিজেকে রেজিস্ট্রার করাতে হবে ৷ তারপর এয়ারপোর্টে যেতে হবে ৷ সুরক্ষাবলয়ের মধ্যে দিয়ে যেতে হবে কিন্তু আইডি কার্ড বা বোর্ডিং পাস দেখাতে হবে না ৷
সরকারের ‘Digi Yatra’ -র অধীনে এই নতুন পরিষেবা চালু হবে ৷ প্রযুক্তি নির্ভর এই পদ্ধতি ভবিষ্যতের আরও কাছাকাছি পৌঁছে যাবেন গ্রাহকরা ৷ বারবার স্ট্যাম্প দেওয়া , বোর্ডিং পাস নেওয়ার মতো ঝক্কি আর রাখতে হবে না ৷ সিভিল অ্যাভিয়েশনের মন্ত্রী সুরেশ প্রভু এই খবর জানিয়েছেন ৷
তবে যাত্রী সুরক্ষা ও তথ্য সুরক্ষার বিষয়টির দিকে নিশ্চিত করা হবে ৷ সিভিল অ্যাভিয়েশনের ক্ষেত্রে ইতিমধ্যেই এই বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে ৷
আগামী বছর থেকে বিভিন্ন বিমানবন্দরে এই ব্যবস্থা চালু করা হবে এমনটাই জানাচ্ছে অসামরিক বিমান পরিবহন দফতর ৷ সামনের ফেব্রুয়ারি মাস থেকে হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে শুরু হবে এই ব্যবস্থা ৷ তারপর কলকাতা, পুনে, বিজয়ওয়াড়া, বারাণসীতে এপ্রিলের মধ্যে চালু হবে এই পরিষেবা ৷
Be the first to comment