বিশেষ প্রতিনিধি,
গুলি চালিয়ে ৩০ জন সেনাকে খুন করল তালিবান জঙ্গিরা৷ সেনা ক্যাম্প দখল করে এই হামলা চালিয়েছে তারা। বুধবার কাবুলের পশ্চিম প্রান্তের বাড়গিস এলাকায় এই ঘটনা ঘটেছে। রবিবার ইদের ছুটিকে হাতিয়ার করে এই হামলা চালানো হয়েছে বলে খবর।
এই হামলা চালানোর আগে এলাকায় রেইকি করা হয়েছিল। সুতরাং এটা পরিকল্পিত সন্ত্রাসবাদী হামলা। অন্য একটি এলাকায় ১৫ জন তালিবান জঙ্গিকে খতম করা হয়েছিল। এটা তার বদলাও হতে পারে।
পুলিস সূত্রে খবর, এই হামলার বিষয়ে তালিবানদের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। ৩০ জন সেনা ছাড়াও একই জেলায় আরও ৪ জন সেনাকে খুন করেছে জঙ্গিরা।
তালিবানদের হাতে এই বিপুল পরিমান সেনা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাবুল জুড়ে। প্রেসিডেন্ট আসরাফ ঘানি এই হামলার তীব্র নিন্দা করেছেন। ঘটনার তদন্তের পাশাপাশি এই হামলার ফলাফল খারাপ হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই ঘটনায় প্রাদেশিক রাজ্যপাল আবদুল কাফুর মালিকজাই জানান, এদিন সকালে প্রথমে দুটি নিরাপত্তা পোস্টে আক্রমণ করে। তার মধ্যে একটি দখল করে গুলি চালাতে থাকে। রমজানের মাসে উৎসবের মেজাজকে ম্লান করতেই হামলা চালিয়েছে তালিবানরা।
Be the first to comment