৮০ জঙ্গিকে খতম করল আফগান সেনা

Afghan soldiers stand at attention during a ceremony transferring authority from NATO-led troops to Afghan security forces in Afghanistan's Kunar province. The transfer of responsibility for security from NATO-led ISAF forces to Afghan troops is scheduled to be completed by the end of 2014.
Spread the love

বিশেষ প্রতিনিধি,

আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় অন্তত ৮০ জনকে খতম করা হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ওই ৮০ জন জঙ্গি খতম হয়েছে। এমনটাই আফগান প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, নানগারহার, গজনি, পাকতিয়া, ওয়ার্দাক, হেরাত, ফারাহ, বাদগিস, ফারিয়াব, কান্দুজ এবং হেলমান্দ প্রদেশে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে আরও অন্তত ৩১ জন জঙ্গি আহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। কান্দুজ প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে জঙ্গিদের অন্তত তিনটি ঘাঁটি ধ্বংস হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘প্রদেশটির খগিয়ানি জেলার অ্যাডওয়ার এলাকাতে আক্রমন পরিচালনাকালে জারিন নামের তালিবান বোমা বিশেষজ্ঞ নিহত হয়। অভিযানের সময় সেনারা একে-৪৭ রাইফেল, ৫টি বন্দুকের ম্যাগাজিন, টেলিকমিউনিকেশন রেডিও, বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করতে সক্ষম হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*