টি-২০ এবং টেস্টের জন্য আলাদা ভাবে দল ঘোষণা আফগানিস্তানের

Spread the love

দেরাদুনে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে আফগানিস্তান। এছাড়াও ভারতের বিরুদ্ধে নিজেদের ঐতিহাসিক টেস্ট খেলবে আফগানরা। আগামী জুনের এই দুই সিরিজকে সামনে রেখে আলাদা আলাদা দল ঘোষণা করেছে আফগানিস্তান।
বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য নেতৃত্বে থাকবেন আসগর স্তানিকজাই। এছাড়া তাদের দলে আছেন ওপেনার মোহাম্মদ শাহজাদ ও উসমান গণী। অলরাউন্ডার মোহাম্মদ নবী, লেগ স্পিনার রশিদ খান এবং স্পিনার মুজিবুর রহমানরা দলে আছেন। আগামী ৩ জুন দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে দু’দল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। এরপর ৫ জুন এবং ৭ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ।
এরপর আফগানিস্তান ১৪ জুন একটি টেস্ট খেলবে ভারতের বিপক্ষে। ওই ঐতিহাসিক ম্যাচের জন্য পাঁচজন স্পিনার রেখে দল ঘোষণা করেছে আফগানিস্তান। অভিষেক টেস্টে আফগান দলের অধিনায়ক থাকবেন আসগর স্টানিকজাই। এছাড়া রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিবুর রহমানের পাশাপাশি টেস্টে ডাক পেয়েছেন চ্যায়নাম্যান স্পিনার জাহির খান। তিনি আহত হওয়ার কারণে এবারের আইপিএল দল রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামতে পারেননি।
আফগানদের টি-২০ দল :
আসগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেট রক্ষক), নজীবুল্লাহ তারাকাই, সামিউল্লাহ শেনওয়ারী, মোহাম্মদ নবী, গুলাবদিন নাইব, শফিকউল্লাহ শাফাক, নজীবুল্লাহ জর্দান, দারউইশ রাসুলি, করীম জান্নাত, রশিদ খান, শারাফউদ্দীন আশরাফ, মুজিব উর রহমান, শাপুর জাদরান, আফতাব আলম।
ভারতের বিরুদ্ধে আফগানদের টেস্ট দল:
আসগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, জাভেদ আহমাদি, আহসানুল্লাহ, নাসির জামান, মুজিব উর রহমান, রহমত সাহা, হাসমাতুল্লাহ শাহেদী, আফসার জাজায়, মোহাম্মদ নবী, রশিদ খান, আমির হামজা, সাঈদ শারজাদ, ইয়ামিন আহমেদজাই, ওয়াফাডার, জাহির খান।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*