পাকিস্তানে ২৯ বছর পর ফাঁকা গ্যালারিতে শুরু হল আন্তর্জাতিক টুর্নামেন্ট! চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দিনই দর্শক শূন্য

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দীর্ঘ ২৯ বছর পর আন্তর্জাতিক টুর্নামেন্টের আসর বসেছে পাকিস্তানে। পাকিস্তানের মাটিতে মেগা টুর্নামেন্ট ফিরলেও উদ্বোধনী ম্যাচে কার্যত ফাঁকা স্টেডিয়ামে খেলতে নামল দুই দল। তাও আবার প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল পাকিস্তান। আর ফাঁকা গ্যালারি দেখে হতাশ আইসিসি কর্তৃপক্ষ। পাকিস্তান দল মাঠে নামলেও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা একেবারেই না থাকায় সমালোচনায় বিদ্ধ হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন কটাক্ষের সুরে বলেছেন, ‘দেশে যে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে সেটা মনে হয় জানে না পাকিস্তানের জনতা। পাক বোর্ড হয়ত নিজের দেশের মানুষকে জানাতে ভুলে গিয়েছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটের বিপুল চাহিদার যে দাবি এত দিন করছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তারা, প্রথম ম্যাচেই তা নিয়ে প্রশ্ন উঠে গেল। বুধবার পাকিস্তানে শুরু হল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯৯৬ সালের পর এই প্রথমবার আন্তর্জাতিক টুর্নামেন্টের আসর বসেছে পাকিস্তানে। তার জন্য ঢেলে সাজানো হয়েছে সেদেশের একাধিক স্টেডিয়াম। এদিন করাচিতে প্রথম ম্যাচে অংশ নেয় আয়োজক দেশ পাকিস্তান ও নিউজিল্যান্ড। কার্যত মাছি তাড়ানোর পরিস্থিতি স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে কার্যত ফাঁকা স্টেডিয়ামে খেলতে নামল দুই দল। খেলা শুরু হওয়ার পর দর্শক সংখ্যা কিছুটা বাড়লেও গ্যালারির অনেক জায়গাই ফাঁকা থেকে যায়। পাকিস্তানের ম্যাচেই গ্যালারির এমন অবস্থা হলে, বাকি ম্যাচগুলিতে দর্শক উপস্থিতি নিয়ে সংশয় থাকছেই।
আর এই পরিস্থিতি দেখে হতবাক ক্রিকেট বিশ্ব। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে দেখে খুব ভাল লাগছে। ১৯৯৬ সালের পর প্রথম কোনও বড় প্রতিযোগিতা হচ্ছে সেখানে। কিন্তু আয়োজকেরা কি স্থানীয়দের কথাটা বলতে ভুলে গিয়েছেন! মাঠে দর্শক কোথায়?’’ কেউ বলছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই এমন দর্শকশূন্য স্টেডিয়াম। হতাশাজনক।’
ইতিমধ্যেই করাচির ফাঁকা গ্যালারির ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। বিস্ময় প্রকাশ করেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশও। ক্রিকেটপ্রেমীদের আশঙ্কা, আয়োজক দেশ পাকিস্তানের ম্যাচেই যদি এত কম দর্শক হয় তাহলে অন্য ম্যাচগুলিতে কী হবে? তাহলে কি ক্রিকেট থেকে উৎসাহ হারাচ্ছেন পাক জনতা? সেই কারণেই কি ক্রমে ক্রমে নিচের দিকে নামছে পাক ক্রিকেটের মান? প্রশ্ন উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*