প্রায় ২ ঘন্টা ধর্ণার পর ডিজির সঙ্গে দেখা করতে ভবানী ভবনে মুর্শিদাবাদের ১১ জন ঘরছাড়াদের সঙ্গে নিয়ে প্রবেশ সুকান্তদের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বুধবার মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে নিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে সাক্ষাতের দাবিতে ভবানী ভবনের সামনে রাস্তায় বসেছিল বঙ্গ বিজেপি। প্রায় ২ ঘন্টা রাস্তায় বসে ধর্না দেওয়ার পর অবশেষে মিলল রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করার অনুমতি। এদিন সন্ধ্যায় মুর্শিদাবাদের ১১ জন আক্রান্তকে নিয়ে রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে প্রবেশ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রয়েছেন অপর তিন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায় এবং অর্জুন সিংহও।
উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। বাড়ি, দোকান ভাঙচুর। ঘরছাড়াও হন অনেকেই। ডিজি রাজীব কুমার খোদ এলাকায় যান। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে এলাকায় শান্তি ফেরান। বর্তমানে মুর্শিদাবাদের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। বুধবার সকালে ওই এলাকার ১১ জন বাসিন্দা কলকাতায় আসেন। বিজেপি রাজ্য দপ্তরে সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান।
এরপর মুর্শিদাবাদের ১১ জন বাসিন্দাকে নিয়ে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেন সুকান্ত। সঙ্গে ছিলেন জগন্নাথ সরকার ও তাপস রায়রা। কিছুক্ষণ পর সেখানে গিয়ে পৌঁছন অর্জুন সিং। রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে চান তাঁরা। তবে পুলিশ তাদের বাধা দেয়। তাতে ক্ষুব্ধ বিজেপি ভবানী ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। সময় যত গড়ায় ততই চড়তে থাকে বিক্ষোভের আঁচ। উত্তেজনার পারদ ক্রমশ চড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে ভবানী ভবনের সামনে বেরিয়ে আসে ডিসি সাউথ। তিনি জানান, ডিজি ভবানী ভবনে নেই। তাই তাঁর সঙ্গে দেখা করা সম্ভব নয়।
তা শুনে উত্তেজনার পারদ আরও চড়ে। সুকান্ত মজুমদারের দাবি, “পুলিশের তরফে প্রথমে বলা হয় ৪ জনের সঙ্গে দেখা করবেন ডিজি। আমরা বলি সম্ভব নয়। কারণ, ঘরছাড়াই শুধুমাত্র ১১ জন। তারপর আমরা ৩ নেতা রয়েছি। আমি আশা করব সকলের সঙ্গে ডিজি দেখা করবেন। কারণ, এঁরা কেউ রোহিঙ্গা নন।” প্রায় ২ ঘণ্টা ধরে বাকবিতণ্ডার পর ভবানী ভবনে ঢোকার অনুমতি পায় বিজেপি। ঘরছাড়াদের নিয়ে ভবানী ভবনে ঢোকেন সুকান্তরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*