‘অধিনায়ক অভিষেক’-এরপর মমতার ছবি দিয়ে ‘সর্বাধিনায়িকা’ পোষ্টারে ছেয়ে গেল যাদবপুর

Spread the love

রোজদিন ডেক্স: ‘অধিনায় অভিষেক’এর পর ‘সর্বাধিনায়িকা মমতা’। দক্ষিণ কলকাতায় অভিষেকের নামে পোষ্টার বিতর্কের ১২ ঘন্টার মধ্যেই এবার তৃণমূল সুপ্রিমোর নামে গোটা যাদবপুর এলাকা ছেয়ে গেল হলুদ পোষ্টারে। অভিষেকের নামে যে পোষ্টার পরে তার নিচে যেমন লেখা ছিল ‘হ্যাশট্যাগফ্যামফরটিএমসি’ এই পোষ্টারের নিচেও সেই লেখা।
শুক্রবার সকাল থেকেই দেখা যায় গোটা দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় হলুদ ফ্ল্যাগের উপর নীল কালিতে লেখা ‘অধিনায়ক অভিষেক’। নিচে ইংরেজি হরফে লেখা – হ্যাশট্যাগফ্যামফরটিএমসি (তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন বা তৃণমূল কংগ্রেসের সমর্থকদের তরফে)!
এরপরই শুক্রবার রাতে গোটা যাদবপুর এলাকায় একই ভাবে তৃণমুল সুপ্রিমোর ছবি দিয়ে হলুদ পোষ্টারের উপর নীল কালিতে লেখা ‘সর্বাধিনায়িকা জয় হে’। একইরকম ভাবে পোষ্টারের নিচে ইংরেজি হরফে লেখা – হ্যাশট্যাগফ্যামফরটিএমসি (তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন বা তৃণমূল কংগ্রেসের সমর্থকদের তরফে)! যাদবপুর এইট বি থেকে সুলেখা মোড় পর্যন্ত লাগানো হয়েছে এই নতুন পোস্টার।
দলের সেকেন্ড ইন কম্যান্ডের পোস্টারের পর বিতর্ক তৈরি হতেই কি তবে মমতার নামেও এই পোস্টার গুলি লাগানো হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এই ‘সর্বাধিনায়িকা মমতা’ পোস্টার ঘিরে উঠে এসেছে এমনই বেশ কিছু প্রশ্ন।
উল্লেখ্য, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হলেও এই বিষয়টাতে কোন বিতর্কের কারণ দেখছে না তৃণমূল। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে লন্ডন গিয়েছেন। আগামী সাতদিন তিনি বিদেশ সফরে থাকাকালীন যৌথভাবে তাঁর সমস্ত দায় দায়িত্ব সামলাবেন সুব্রত বক্সী এবং যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সময়ের মধ্যেই আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে আগামীকাল অর্থাৎ ২৩ মার্চ একটি বৈঠকে বসতে চলেছে তৃণমূলের সোশ্যাল মিডিয়ার সৈনিকরা। তার ঠিক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ওই পোস্টার পড়ায় ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল রাজ্যের রাজনৈতিক মহলে। এরপরই রাতারাতি দলনেত্রীর পোষ্টার বিতর্ক আরও উসকে দিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*