
রোজদীন ডেস্ক, কলকাতা:- রাজ্যে ক্রমেই হিংসাত্মক হয়ে উঠছে ওয়াকফ আইনকে কেন্দ্র করে বিক্ষোভ। জঙ্গিপুরের পর শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার আমতলাতেও ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভের শিকার হয় পুলিশ। পুলিশের গাড়িতে দেদার ভাঙচুর চালানো হয়। মারধর করা হয় পুলিশকর্মীদের। বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক। কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা।
এদিন বিক্ষোভ কর্মসূচির প্রথম থেকেই এলাকায় চলছিল পুলিশের টহলদারি। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য তৎপর ছিল পুলিশ। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। বিক্ষোভ চলাকালীন কয়েকজন বিক্ষোভকারী আচমকাই পুলিশকে আক্রমণ করে বসে। গাড়িতে হামলা চালানো হয়। পুলিশ পুরোপুরি সংযম দেখিয়ে বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে। যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণ পর বিশাল সংখ্যক পুলিশকর্মী এলাকায় চলে আসে। তাঁরা পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে যান চলাচল শুরু করে। তবে আমতলার পাশাপাশি হুগলির চাপদানিতেও উত্তেজনার পরিবেশ তৈরি হয়। অন্যদিকে এদিন ওয়াকফ বিক্ষোভে তপ্ত হয়েছে কলকাতাও। পার্ক সার্কাসের সেভেন পয়েন্টের মোড় আটকে বিক্ষোভ দেখায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। সেখানেও পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলা হয়।
Be the first to comment