
রোজদিন ডেস্ক, কলকাতা:- আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলায় ওই নিরাপত্তারক্ষীদের শুক্রবার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এর আগে গতকাল, বৃহস্পতিবার ওই হাসপাতালের বেশ কয়েকজন নার্সকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।
শুক্রবার ডেকে পাঠানো হয় আটজন নিরাপত্তারক্ষীকে। তাঁরাও সেই সময় হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে সিবিআই জানতে পেরেছে। সেই কারণে তাঁদের ডাকা হয়েছিল। এবং তাঁদেরও বয়ান এদিন রেকর্ড করেছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, প্রত্যেকের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। একজনের সঙ্গে আরেকজনের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। কোনও অসঙ্গতি পেলে আবার এই নিরাপত্তারক্ষী বা নার্সদের তলব করা হতে পারে।
তদন্তকারীদের সূত্র থেকে আরও জানা গিয়েছে যে এদিন নিরাপত্তারক্ষীদের বেশ কিছু প্রশ্ন করা হয়। তাঁদের কাছে জানতে চাওয়া হয় যে, গত ৮ আগস্ট রাত থেকে দেহ উদ্ধারের সময় অর্থাৎ ৯ আগস্ট সকাল পর্যন্ত আরজি কর হাসপাতালে ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে কোন নিরাপত্তারক্ষী কোথায় ছিলেন? তাঁরা কেউ সঞ্জয় রায়কে দেখেছিলেন কি না? ঘটনার আগেও সঞ্জয় রায়কে ওই হাসপাতালে ঘুরতে দেখা গিয়েছিল কি না? আরজি কর হাসপাতালে কীভাবে একজন সিভিক ভলান্টিয়ার প্রবেশ করতে পারতেন এবং তাঁকে কখনোই আটকানো হত না কেন? কার মদতে সিভিক ভলান্টিয়ারদের এত ক্ষমতা ছিল?
উল্লেখ্য, বৃহস্পতিবার বেশ কয়েকজন নার্সকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই সূত্রে খবর, ওই নার্সরা ঘটনার রাতে ডিউটিতে ছিলেন। তাই তাঁরা এই বিষয়ে ঠিক কী কী জানেন, তা বয়ান আকারে রেকর্ড করা হয়।
Be the first to comment