২৪ হাজার ফুট উচ্চতায় উড়ো জাহাজের ছাদ উড়ে গেল ,বাঁচলো পাইলটের দূরদর্শিতায়

Spread the love

 

রোজদিন ডেস্ক:-
খুব অল্প সময় এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাওয়ার জন্য এবং দূরত্ব থেকে বাঁচার জন্য ফ্লাইটে যাতায়াত করাটা সকলের কাছে শ্রেয়। ফ্লাইটের যাত্রা অনেকের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা, তবে কখনও কখনও এই অভিজ্ঞতাই ভয়ঙ্কর হয়ে ওঠে। যখন আপনি ২৪ হাজার ফুট উচ্চতায় আছেন এবং হঠাৎ আপনার প্লেনের ছাদ উড়ে যায়, ভেবে দেখেছেন একবারও তখন কি পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে? এটি কিন্তু কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং সত্যি একটি ঘটনা। ১৯৮৮ সালের ২৮ এপ্রিল, আলাহা এয়ারলাইনসের ফ্লাইট ২৪৩, হাওয়াইয়ের হিলো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোনোলুলুর উদ্দেশ্যে উড্ডয়ন করার সময় এই ভয়ঙ্কর ঘটনার শিকার হয়।
এই প্লেনের উড্ডয়নের কিছু সময় পর, পাইলট রবার্ট স্কর্নথাইমার একটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং সঙ্গে সঙ্গে বিমানটি অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে শুরু করে। প্লেনের ছাদের একটি বিশাল অংশ হঠাৎ করে ছিঁড়ে যায় এবং বাতাসে উড়ে যায়। এর ফলে বিমানের কেবিনে চাপ কমে যায়, যা যাত্রীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। এই বিপদজনক পরিস্থিতিতে, পাইলট এবং ক্রু সদস্যরা নিজেদের স্থির রাখতে সক্ষম হন এবং তারা দ্রুত সিদ্ধান্ত নেন।

পাইলট স্কর্নথাইমার কৌশলে বিমানটিকে জরুরি অবতরণের জন্য প্রস্তুত করতে থাকেন, এবং ক্রু সদস্যরা যাত্রীদের দ্রুত অক্সিজেন মাস্ক লাগাতে এবং সিট বেল্ট বাঁধতে উৎসাহিত করেন। যদিও প্লেনের ছাদ উড়ে গেছে, তবে বিমানের মূল কাঠামো মজবুত ছিল, যা বিমানটিকে ভেঙে পড়া থেকে রক্ষা করে। যাত্রীদের সহযোগিতায় এবং পাইলটের দৃঢ়তা ও বিচক্ষণতার কারণে এই বিপর্যয়কর পরিস্থিতিতে অনেকের জীবন রক্ষা পায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*