
রোজদিন ডেস্ক, কলকাতা:– স্কেচের পর এবার পহেলগাঁওয়ে হামলা চালানো চার জঙ্গির ছবি প্রকাশ্যে আনল এনআইএ। এই চার জঙ্গির নাম আসিফ ফুজি, সুলেমান শা, আবু তালহা ও আদিল গুরু। আসিফ ও আদিল পাকিস্তানি জঙ্গি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (এলইটি)-র ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট হামলার দায় স্বীকার করেছে। হামলার মাস্টারমাইন্ড সইফুল্লা কাসুরি। জঙ্গিরা পাকিস্তানে পালিয়েছে বলে গোয়েন্দাদের অনুমান।
গতকাল পহেলগাঁওয়ের বৈসরান উপত্যকায় গুলি চালিয়ে ২৮ জনকে হত্যা করেছে জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমপক্ষে ৫-৬ জন জঙ্গি সেনার পোশাক পরে এসে একে-৪৭ দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনার পর সেনাবাহিনী, সিআরপিএফ, জম্মু ও কাশ্মীর পুলিশ এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। হেলিকপ্টার, ড্রোন দিয়ে জঙ্গিদের খোঁজ চালানো হচ্ছে।
মঙ্গলবার পহেলগাঁওয়ে হামলার পর বুধবার জম্মু ও কাশ্মীরে বন্ধ রইল দোকানপাট, স্কুল, পেট্রোল পাম্প। হত্যাকাণ্ডের প্রতিবাদে সামাজিক, ধর্মীয়, ব্যবসায়ীক নানা সংগঠন বনধের ডাক দিয়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবা ক্ষেত্রগুলি চালু রয়েছে। উপত্যকার বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা এই হামলার নিন্দা জানিয়েছেন।
Be the first to comment