
রোজদিন ডেস্ক, কলকাতা:-বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট চাকরিহারা শিক্ষকদের মধ্যে যাদের যোগ্যতা আছে, তাঁদের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে অনুমতি দিয়েছে। এই রায় নিয়ে এদিন দুপুরে নবান্নে বৈঠক থেকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারা শিক্ষকদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘আমরা দেখব যাতে চাকরিহারাদের কোনও অসুবিধা না হয়।’
মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমি বলেছিলাম, আমরা দেখব যাতে চাকরিহারাদের কোনও অসুবিধা না হয়। আমরা সময় পেয়েছি। ২০২৬ পর্যন্ত বিষয়টা যাবে না। আশা করি এ বছরের মধ্যেই সমাধান হয়ে যাবে। আশা করি আমরা ভুল করব না।’
পাশাপাশি টেনে আনেন গ্রুপ-ডি, গ্রুপ-সি কর্মীদের চাকরি না থাকার প্রসঙ্গ। এ বিষয়ে তিনি বলেন, ‘আইনজীবীদের সঙ্গে কথা বলে তাঁদের পরামর্শ নিয়ে যা করার করতে হবে। তাড়াহুড়ো করা যাবে না। আইনের প্রতি, সরকারের প্রতি ভরসা রাখুন।’
এরপর শিক্ষকদের বেতন কীভাবে দেবেন? বিষয়ে তাঁর বক্তব্য, ‘ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত স্বস্তি পেয়েছি। শিক্ষকদের বেতনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম, কী করে দেওয়া যায়। বিকল্প পথও বলে দিয়েছিলাম।’
Be the first to comment