
রোজদিন ডেস্ক, কলকাতা:- সামনেই ইদ, আর তার আগেই শহরের বৈধ হকারদের জন্য খুশির খবর শোনাল কলকাতা পুরসভা। ইদের পরই শহরের ৮ হাজার ৭২৭ জন হকারের হাতে তুলে দিতে চলেছে সরকারি স্বীকৃতি। দ্বিতীয় ধাপে আরও ৬ হাজার জন হকারের হাতে তুলে দেওয়া হবে সরকারি স্বীকৃতি।
কলকাতা শহরের সুষ্ঠু এবং সুসংগঠিত হকার নীতি কার্যকর করার লক্ষ্যে কলকাতা পুরসভা বড়সড় পদক্ষেপ নিতে চলেছে। চব্বিশ সালে দুর্গাপুজোর আগেই হকারদের নিয়ে বিস্তারিত আকারে সমীক্ষার কাজ শেষ করেছিল পুরসভা। কলকাতা পুরসভার সমীক্ষা অনুযায়ী, শহরে নথিভুক্ত হকারের সংখ্যা ৫৪,১৭৮। এদের মধ্যে ১৪ হাজার হকারকে বৈধ হকার বলে চিহ্নিত করা হয়েছে। এই ১৪ হাজার হকারদেরই দুই ধাপে সরকারি স্বীকৃতি দেওয়া হবে। তারই প্রথম ধাপে ইদের পরই ৮ হাজার ৭২৭ জন হকারকে সরকারি স্বীকৃতি বা ‘ভেন্ডিং সার্টিফিকেট’ তুলে দেওয়া হবে। এরপর দ্বিতীয় ধাপে ৬ হাজার হকারকে এই সরকারি স্বীকৃতি দেওয়া হবে।
প্রসঙ্গত, এই সমীক্ষা প্রক্রিয়ায় প্রতিটি হকারের ব্যবসার স্থান, নাম, প্যান এবং আধার কার্ডের বিবরণ সংগ্রহ করা হয়েছে। এছাড়াও, ডিজিটাল পদ্ধতিতে জিয়ো-ট্যাগিংয়ের মাধ্যমে হকারদের অবস্থান সুনির্দিষ্ট ভাবে নথিভুক্ত করা হয়েছে। এর ফলে কোন হকার কোন ফুটপাতে কতটা জায়গা নিয়ে ব্যবসা করছেন, তা সহজেই নির্ধারণ করা সম্ভব হয়েছে। তবে যে সব হকার একাধিক স্থানে ব্যবসা চালান, তাঁদের জন্য কড়া নিয়ম প্রয়োগ করা হবে।
পাশাপাশি, নিউ মার্কেট এলাকায় অবৈধ হকার ধরতে ইদের পর বৃহদাকারে টাউন ভেন্ডিং কমিটির সহযোগিতায় পুলিশ প্রশাসনকে নিয়ে অভিযান শুরু করবে কলকাতা পুরসভা।
এদিন শক্তিমান ঘোষ বলেন, ‘আমরা পুরসভার বৈঠকে বলেছি পুলিশের গাড়ি নয় কনজারভেন্সি দফতরের গাড়ি দাঁড় করিয়ে রাখতে হবে, যাতে কোনো হকার রাস্তায় না বসতে পারে।’
সোমবার কলকাতা পুরসভায় টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে এই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশীষ কুমার, পুর কমিশনার ধবল জৈন্য, টাউন ভেন্ডিং কমিটির সদস্য তথা হকার প্রতিনিধি শক্তিমান ঘোষ।
Be the first to comment