
রোজদিন ডেস্ক, কলকাতা:- দু’মাস আগেই পুরনো বাইক বদলে শখ করে কিনেছিলেন নতুন বাইক। সেই নতুন বাইক চালিয়ে চলে গিয়েছিলেন পুরী বেড়াতে। জগন্নাথ দর্শন করে ফেরার পথে বাইক দুর্ঘটনাতে প্রাণ হারালেন পর্ণশ্রীর যুবক। জানা গিয়েছে, ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।পরদিন সকালে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সায়ন দাস। বয়স মাত্র ২৩। এমবিএ পড়ছিলেন তিনি।
পর্ণশ্রীর ঢালিপাড়া এলাকার বাসিন্দা সায়ন।
স্থানীয় সূত্রে খবর, নতুন বাইক নিয়ে বন্ধুদের সঙ্গে পুরী গিয়েছিলেন তিনি। সেখানে জগন্নাথ মন্দিরে পুজোও দেন সায়ন। পুরী ভ্রমণ সেরে গত রবিবার কলকাতার উদ্দেশে রওনা দেন।
পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সকালে খবর আসে তাঁদের ছেলে আর নেই। কান্নায় ভেঙে পড়েন সায়নের বাবা-মা। সায়ন বাইক চালাতে ভালবাসতেন বলে জানিয়েচেন তাঁর দাদা।
তিনি জানান, বাইকের চাকায় কিছু সমস্যা দেখা দিয়েছিল যার জেরে নন্দনকানন যাওয়ার প্ল্যান বাতিল করেন তিনি। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
Be the first to comment