নরেন্দ্র মোদী সরকারের তিন কৃষি আইন বাতিল ও ফসলের ন্যূনতম দাম নিশ্চিত করার জন্য আইন প্রণয়নের দাবিতে কৃষকদের আন্দোলন সাত মাস পেরিয়েও একই রকম ভাবে চলছে। এই অবস্থায় আন্দোলনের সাত মাস পূর্তিতে কেন্দ্রীয় সরকারের রক্তচাপ বাড়িয়ে বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করেছে আন্দোলনকারী কৃষকদের সংযুক্ত মোর্চা।
শনিবার মিছিল করে দিল্লি অভিযানের কথা কৃষকেরা ঘোষণা করতেই আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে রাজধানী। শুক্রবার রাতেই দিল্লির তিনটি মেট্রো স্টেশন সাময়িক ভাবে বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। রাতে উপরাজ্যপালের সঙ্গে কৃষক নেতাদের বৈঠকের পরে ঠিক হয়েছে, আপাতত দিল্লিতে কোনও মিছিল করবেন না কৃষকেরা।
Be the first to comment