রোজদিন ডেস্ক :- আরজি কর হাসপাতালে ভেঙে পড়ল অপারেশন থিয়েটারের ছাদ। ব্যাহত অস্ত্রোপচার পরিষেবা। এদিনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় আবারও খবরের শিরোনামে উঠে এল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ হাসপাতালের ভিতরের অপারেশন থিয়েটারের ফলস সিলিং ভেঙে পড়ে। এটি মূলত ল্যাপরোস্কপির সার্জারি ঘর। আরজি কর হাসপাতালের ন্যায্যমূল্যে যে ওষুধের দোকান, ঠিক তার বিপরীতে রয়েছে এই সার্জারি বিভাগ। সেখানে আজ আচমকাই ঘটে এই বিপত্তি। যদিও ওই সময় কোনও অস্ত্রপচার চলছিল না বলেই অল্পের জন্য রক্ষা পাওয়া গিয়েছে।
হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, নিউ সার্জারি ওটি-র ভয়ঙ্কর পরিস্থিতার কথা একাধিক বা জানানো হয়েছিল কর্তৃপক্ষকে। সংস্কারের কাজ শুরু হবে বলে জানানো হলেও, সেই কাজ শুরু হয়নি। সেই আবহেই এই বিপত্তি।
এই ঘটনার পরই ফের হাসপাতালের পরিকাঠামো নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বাইরে থেকে ঝাঁ চকচকে হলেও ভিতরে তা ফাঁপা হয়ে গিয়েছে। তারই নিদর্শন সিলিং ভেঙে পড়া।
Be the first to comment