রোজদিন ডেস্ক, কলকাতা :- নতুন বছরের শুরুতেই ফের মেট্রোর লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল চাঁদনি চক মেট্রো স্টেশন। সোমবারের ঘটনায় আবারও ব্যাহত হল মেট্রো পরিষেবা। দিনের ব্যস্ত সময়ে চরম ভোগান্তি পোহাতে হল যাত্রীদের।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ চাঁদনি চক মেট্রো স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। যিনি ঝাঁপ দিয়েছেন, তাঁকে লাইন থেকে উদ্ধার করার চেষ্টা চলছে। তবে এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ ব্যাহত হয় মেট্রো চলাচল। বিভিন্ন স্টেশনে মেট্রোর মধ্যে আটকে যান যাত্রীরা। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারেননি অনেকেই।
এদিনের ঘটনার পর গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। আপাতত দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক ও ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে।
প্রায় দেড় ঘন্টা সময় পেরিয়ে গেলেও মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়নি। গিরিশ পার্ক-সহ বিভিন্ন মেট্রো স্টেশনে আটকে বহু যাত্রী। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। যাত্রীদের কথায়, মেট্রোয় ঝাঁপ দেওয়ার ঘটনা প্রায়শই লেগে থাকে। তবে পরিষেবা স্বাভাবিক হতে এত সময় লাগে না। সকলেই অফিস বা অন্য কাজে যাবেন বলে বেরিয়েছেন। মেট্রোর পরিষেবা ব্যাহত হওয়ায় তাঁদের নাজেহাল হতে হচ্ছে। অনেকেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর মেট্রো ছেড়ে সড়কপথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। যাত্রীদের অভিযোগ, মেট্রোর তরফে ঘোষণা করে প্রথমে ট্রেন দাঁড়িয়ে পড়ার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। অনেকক্ষণ পর মেট্রো কর্তৃপক্ষ পরিষেবা বন্ধের কথা ঘোষণা করেন।
সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে মেট্রোতে যাত্রীদের চাপ থাকে। সেখানে এই ঘটনা ফের মেট্রো ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
Be the first to comment