মুর্শিদাবাদের হরিহরপাড়ার কুমড়িপুরে বুথের বাইরে শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, হরিহরপাড়ার কুমড়িপুরে বুথের বাইরে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করে। তারপর শূন্যে গুলি চালানো হয় বলে অভিযোগ। তবে নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
অপরদিকে, মঙ্গলবার সকালে বুথ দখলকে কেন্দ্র করে ডোমকলে সংঘর্ষ শুরু হয়। তার জেরেই ৩ তৃণমূল কর্মী জখম হন। ডোমকল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর জাহানারা বিবির শওহর তোজাম্মেল শেখ জখম হন। তৃণমূলের অভিযোগ, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও অভিযোগ নাকচ করে কংগ্রেসের দাবি তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরেই অশান্তি। তারপর মানিকনগরের ১৫২ নম্বর বুথ থেকে এক কংগ্রেস এজেন্টকে আটক করে পুলিশ, নাম গিয়াসুদ্দিন মোল্লা।
যদিও কংগ্রেসের দাবি, ঘটনার সময় গিয়াসুদ্দিন বুথের ভিতরেই ছিলেন।
Be the first to comment