শনিবার ভোটগ্রহণ চলছিল। বুথের মধ্যে আচমকাই অস্থিরতা লক্ষ্য করা যায় শরীরে। বুকে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু এজেন্টের। কামারহাটি বিধানসভার ১০০ নম্বর বুথে ঘটে গেলো এমনই চাঞ্চল্যকর ঘটনা। মৃতের নাম অভিজিৎ সামন্ত।
কামারহাটি এলাকারই বাসিন্দা তিনি। ১০৭ নম্বর বুথে নির্দল প্রার্থী এজেন্ট হিসাবে ছিলেন। শনিবার সকালে তখন ঘণ্টা দুয়েক হয়েছে ভোটগ্রহণ শুরু হয়েছে। আচমকাই বুথের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর বুকে ব্যথা শুরু হয়। মাটিতে পড়ে যান তিনি। বুথের অনান্য কর্মীরাই তাঁকে উদ্ধার করে দ্রুত সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে অভিজিৎ সামন্তের। তবে বুথের মধ্যে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররাও।
প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
Be the first to comment