‘হামলাকারীদের গণতান্ত্রিক ভাবেই জবাব দেওয়া হবে’, এসএসকেএমে ব্রাত্যকে দেখতে এসে জানালেন কুনাল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বৈঠকে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ব্রাত্য বসু। জানা গিয়েছে, এদিন শিক্ষামন্ত্রীকে দেখে স্লোগান দিতে থাকেন বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই, আইসা, ডিএসএফ-এর সদস্যেরা। পালটা মানববন্ধন তৈরি করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যেরা ব্রাত্যকে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করিয়ে ওপেন এয়ার থিয়েটারের পিছন দিয়ে মঞ্চে তোলেন। এদিকে বৈঠক শেষ হতেই ফের শুরু হয় বিক্ষোভ। শিক্ষামন্ত্রীর গাড়ি তো বটেই সঙ্গে থাকা দু’টি পাইলট কারের কাচও ভেঙে দেন বিক্ষোভরত পড়ুয়ারা। ওঠে ‘চোর চোর’ স্লোগান।

ঘটনায় আহত হয়েছেন বলে জানিয়েছেন ব্রাত্য। প্রাথমিক চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারেও যান তিনি। সেখান থেকে বেরিয়ে তিনি জানান, গাড়ির কাচ ভেঙে হাতে লেগেছে তাঁর। হাতের এক্স-রে করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে ব্রাত্যকে দেখতে এসএসকেএম পৌঁছে যান কুনাল ঘোষ। এই ঘটনা প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমাদের ধৈর্য এবং সহনশীলতাকে কেউ যেন দুর্বলতা ভেবে না নেয়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। হামলাকারীদের গণতান্ত্রিক ভাবেই জবাব দেওয়া হবে।’
তবে শুধু ব্রাত্যই নয় জানা গিয়েছে এদিন বিক্ষোভের মুখে পড়েন অধ্যাপক তথা ওয়েবকুপার সদস্য ওমপ্রকাশ মিশ্র। সূত্রের খবর, ওম প্রকাশ মিশ্রকে লাঠি হাতে তাড়া করেন বাম এবং অতি বাম সংগঠনের কয়েক জন পড়ুয়া।যদিও পড়ুয়াদের অভিযোগ, ধস্তাধস্তির সময় এক পড়ুয়ার মাথা ফেটেছে। আহত হয়েছেন দুই অধ্যাপক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*