রাতেও লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম অগ্নি-২ মিসাইল। শনিবার রাতে এই মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। আর প্রথমবারই রাতের পরীক্ষাতে সফল এই মিসাইল। ১৫০০ কিমির দূরত্ব থেকে লক্ষ্যবস্তুকে চূর্ণবিচূর্ণ করতে পারবে পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-২।
ওড়িশার ডঃ আবদুল কালাম দ্বীপ থেকে শনিবার সন্ধে ৭টা ৩০ মিনিটে এই মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। নিজের লক্ষ্যবস্তুতে আঘাত করে অগ্নি-২। পরীক্ষা সফল হয়েছে কি না তা জানার জন্য বঙ্গোপসাগরের যেখানে লক্ষ্যবস্তু ছিল সেখানে রেডারস, টেলিমেট্রি অবজ়ারভেশন স্টেশন, ইলেকট্রো-অপটিক ইনস্ট্রুমেন্ট ও নৌসেনার দুটি জাহাজের মাধ্যমে নজর রাখা হচ্ছিল।
অগ্নি-২ ইন্টারমেডিয়েট রেঞ্জ ব্যালেস্টিক মিসাইল। পরমাণু অস্ত্র বহনে সক্ষম ভূমি থেকে ভূমি ২০ মিটার উচ্চতা বিশিষ্ট এই মিসাইলের ওজন ১৭ টন এবং ১০০০ কেজি পর্যন্ত লোড নিতে সক্ষম মিসাইলটি। ইতিমধ্যে সেনার হাতে তুলে দেওয়া হয়েছে অগ্নি-২ মিসাইল। দিনের বিভিন্ন সময় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে কি না, তা নিয়ে পরীক্ষা চলছে ৷ এই প্রথম রাতে অগ্নি-২ মিসাইলের পরীক্ষা হলো ৷
Be the first to comment