পারমাণবিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণ করল ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গনাইজেশন। এদিন ওড়িশার উপকূলে এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হয় বলে জানা গিয়েছে। সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ এই টেস্ট লঞ্চ হয়। পরীক্ষণ একদম পরিকল্পনা মাফক হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। অগ্নি সিরিজের অন্যতম আধুনিক ক্ষপণাস্ত্র হিসেবে চিহ্নিত অগ্নি-প্রাইম বা অগ্নি-পি। এই লঞ্চ অভিযানের সকল লক্ষ্য পূরণ হয়েছে বলে জানা গিয়েছে।
এই বিশেষ ধরনের ব্যালেস্টিক মিসাইলটি দ্বিস্তরীয় সলিড প্রপেল্যান্ট বিশিষ্ট। পাশাপাশি রিং-লেজার জাইরোস্কোপের উপর ভিত্তি করে এর নেভিগেশন সিস্টেমটি তৈরি হয়েছে। তাছাড়া এই মিসাইলের গাইডেন্স সিস্টেমটিতে ইলেক্ট্রোমেকানিকাল অ্যাকিউট-রে রয়েছে। অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রটি মোটামুটি এক হাজার কিলোমিটার থেকে দুই হাজার কিলোমিটার রেঞ্জের মধ্যে অনায়াসে আঘাত হানতে পারে। এই সিরিজের অন্য দুই মিসাইল, অগ্নি ১ ও অগ্নি ২-এর তুলনায়, এই ক্ষেপণাস্ত্রের মোটরগুলি অনেকটাই আধুনিক।
সেনা কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ওড়িশা উপকূলে অবস্থিত বিভিন্ন টেলিমেট্রি এবং রাডার সিস্টেমের মাধ্যমে এই মিসাইলের টেস্ট ফ্লাইটটি পর্যবেক্ষণ করা হয়। এটি রাস্তা বা রেল মোবাইল লঞ্চার থেকে অনায়াসে লঞ্চ করা যায় বলে জানা গিয়েছে ডিআরডিও তরফে। তাছাড়া অগ্নি ১ এবং অগ্নি-২ এর তুলনায় এই নয়া মিসাইলটির ওজন অনেকটা কম বলে জানা গিয়েছে। এর আগে অগ্নি সিরিজের অগ্নি ৩-র সফল লঞ্চ করেছিল ডিআরডিও। এদিকে গতকালই ওড়িশা উপকূলে সফল লঞ্চ হয় পিনাকা রকেটের।
Be the first to comment