মিসাইল অগ্নি ৪-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ হলো রবিবার। ওড়িশার ডক্টর আবদুল কালাম আইল্যান্ডের ৪ নম্বর লঞ্চপ্যাড থেকে সফল উৎক্ষেপণ হলো এই ব্যালিস্টিক মিসাইলের। উল্লেখ্য, ৪ হাজার কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই অগ্নি ৪ মিসাইল।
মূলত স্থলভাগ থেকে স্থলভাগে আঘাত হানার জন্য এই মিসাইল তৈরি করা হয়েছে। এই মিসাইলের মূলত দুটি ভাগ রয়েছে। এক টন পর্যন্ত ভার বহন করতে সক্ষম এই মিসাইল। এই মিসাইলের মধ্যে রয়েছে পঞ্চম জেনারেশন কম্পিউটার যার সাহায্যে উৎক্ষেপণের পরেও দিক পরিবর্তন করে সঠিক নিশানায় আঘাত হানতে সক্ষম এই মিসাইল। রবিবার ছিল এই মিসাইলের সপ্তম পরীক্ষামূলক উৎক্ষেপণ। এই বছরই জুলাই মাসে হয়েছিল এই মিসাইলের ষষ্ঠ উৎক্ষেপণ। অগ্নি ৪ মিসাইল প্রথম উৎক্ষেপণ করা হয় ২০১৪ সালের জানুয়ারি মাসে। এই মিসাইল নিউক্লিয়ার বোমা বহন করতেও সক্ষম।
Be the first to comment