এটা আমার পশ্চিমবঙ্গ নয়ঃ অগ্নিমিত্রা পাল

Spread the love

যাদবপুরে নিগ্রহের ঘটনায় সোমবার রাজ্যপালের কাছে অভিযোগ জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ৷ আজ রাজভবনে গিয়ে তিনি রাজ্যপাল জগদীপ ধনকড়কে স্মারকলিপি জমা দেন ৷ এদিন পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করেন ৷ ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন অগ্নিমিত্রা ৷

পরে রাজভবনের বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা বলেন, চারদিন আগে যাদবপুরে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিগ্রহ করা হয়েছিল ৷ আমাকেও শারীরিকভাবে নিগ্রহ করা হয় ৷ সবকিছু রাজ্যপালকে জানিয়েছি ৷ রাজ্যপালকে আলাদাভাবে একটি চিঠি দিয়েছি ৷ সেদিন আমার সঙ্গে যা যা হয়েছে সবটাই জানিয়েছি রাজ্যপালকে ৷ যাদবপুর থানায় এফআইআর করেছি ৷ তবে নির্দিষ্ট কারও বিরুদ্ধে এফআইআর করিনি ৷ কারণ সেদিন ওখানে অনেক ছেলেমেয়ে ছিল ৷ আমার সেই অবস্থা ছিল না যে কাউকে চিনতে পারবো ৷ তবে তিনজনকে হয়তো দেখলে চিনতে পারবো ৷

অগ্নিমিত্রা এদিন আরও বলেন, লালবাজারের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে অরিজিৎ দেবঋষি সরকারের বিরুদ্ধে এফআইআর করবো ৷ কারণ সে ফেসবুকে পোস্ট করেছে, অগ্নিমিত্রা পালের শাড়ি ছিঁড়ে দিয়েছি ৷ যা তিনি সম্ভবত তাঁর ফ্যাশনের কাজে ব্যবহার করতে পারবেন ৷ কৃতী ছাত্র বলব না কি দুষ্কৃতী জানি না, তবে আমার শাড়ি ছিঁড়ে দিয়ে সে খুব গর্বের সঙ্গে ফেসবুকে পোস্ট করছে ৷ এটা বন্ধ হওয়া দরকার ৷ এটা আমার পশ্চিমবঙ্গ নয় ৷

তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাংশের অভিযোগ, সেদিনের ঘটনায় অগ্নিমিত্রার বাউন্সাররা না কি প্রথমে ছাত্রদের মারধর করে ৷ তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ৷ যদিও অগ্নিমিত্রা বলেন, আমাকে দলের তরফে কোনও বাউন্সার দেওয়া হয়নি ৷ আমার কোনও বডিগার্ডও নেই ৷ ABVP-এর প্রায় ৭ জন ছাত্র-ছাত্রী সেদিন আমাকে ব্যারিকেড করে নিয়ে যাচ্ছিল ৷ আমি ঢোকার সময় দেখি শ’য়ে শ’য়ে ছাত্র-ছাত্রী আমার দিকে ধেয়ে আসছে ৷ আমি জানতে চেয়েছিলাম তাদের অসুবিধার কথা ৷ কিন্তু পরে দেখলাম তাদের আসলে কোনও ইস্যুই নেই ৷ মূলত আমাকে তারা নিগ্রহ করতে চায় ৷ পরে দেখলাম কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে তারা নিগ্রহ করলো ৷

গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে অগ্নিমিত্রা বলেন এটা খুবই দুর্ভাগ্যজনক যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও স্টেটমেন্ট দেননি ৷ আমার বাংলায় আমার মত খুব সম্মানিত ফ্যাশন ডিজাইনারের সঙ্গে যদি এটা হয়, তাহলে সাধারণ মহিলাদের ক্ষেত্রে কী হবে?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*