রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়, তাই ‘উমা’; জানালেন অগ্নিমিত্রা

Spread the love

“উমা” বিজেপি মহিলা মোর্চার পশ্চিমবঙ্গ শাখার নতুন উদ্যোগ। প্রচেষ্টা বেশখানিকটা অভিনবও বটে। মহিলাদের শিক্ষা দেওয়া হবে মার্শাল আর্ট। এক একটি কর্মশালায় ৫০ জন করে মহিলা নাম নথিভুক্ত করতে পারবেন। ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপির রাজ্য মহিলা মোর্চার তরফে ‘বার্থ ডে’ গিফট এটি। প্রথম কর্মশালা শুরু হবে ২ অক্টোবর কলকাতায়। মঙ্গলবার একথা সাংবাদিক সম্মেলনে জানালেন বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পল।

সাংবাদিক সম্মেলনে অগ্নিমিত্রা জোরালোভাবে এই কথা প্রতিষ্ঠা করতে চান যে বাংলার মহিলাদের নিরাপত্তা বা সুরক্ষার অভাব রয়েছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে নারীদের উপর অত্যাচার হচ্ছে বলে বেশকিছু উদাহরণ তিনি তুলে ধরেন। কিন্তু একদিনের এই কর্মশালা কি মহিলাদের সুরক্ষার পক্ষে যথেষ্ট? নাকি ২০২১-কে পাখির চোখ করে দলীয় রাজনীতিতে ঘর গোছানোর জন্য এই প্রচেষ্টা? অগ্নিমিত্রার স্পষ্ট জবাব, এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমরা যাদের ট্রেনিং দেবো, তাদের যে বিজেপিতে যোগ দিতেই হবে, এইরকম গিভ অ্যান্ড টেক প্লিসিতে আমরা বিশ্বাস করি না। আর আমাদের তো দুর্গা বাহিনী বা মাতৃ শক্তি সেল ইতিমধ্যেই আছে।

তবে এই উমা নিয়ে তৃণমূল আজ তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি এবং বিষয়টিকে তৃণমূল মহিলা নেত্রীরা আমল দিতেই নারাজ।

তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদ মিমি চক্রবর্তী এক ট্যাক্সি ড্রাইভারের অশ্লীল আচরণের প্রতিবাদ করেছেন। এবিষয়ে অগ্নিমিত্রা বলেন, আমি মিমির পাশে আছি। পাশাপাশি একথাও যোগ করেন ট্যাক্সি ডাইভার অ্যাসোসিয়েশন তো তৃণমূল কংগ্রেসের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*