আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে আটকে রাখার অভিযোগ

Spread the love

আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে আটকে রাখার অভিযোগ। অগ্নিমিত্রা পালের বাড়ির সামনে আসানসোল কমিশনারেটের তরফে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।

অভিযোগ, তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন। সেই কারণে পুলিশ তাঁকে নোটিস দিতে আসে। বলা হয়, তিনি নির্দিষ্ট ওয়ার্ডের বাইরে বেরোতে পারবেন না। যদিও তিনি তা গ্রহণ করেননি বলে দাবি করেছেন অগ্নিমিত্রা।

তিনি বলেন, “নোটিশ আমি রিসিভ করিনি। কারণ, নোটিসে হয়তো এটাই বলা থাকবে যে, আমি আমার ওয়ার্ডের বাইরে বেরোতে পারব না। আমার কেন্দ্রীয়বাহিনী নিয়ে ঘুরতে পারব না। কাল রাতেও পুলিশ এসেছিল। ওরা বলেছে, ঘুরতে হলে পশ্চিমবঙ্গ পুলিশ নিতে হবে। আমি জানি না এটা কোথাকার নিয়ম ? আমি একজন জনপ্রতিনিধি। আমি কেন ঘুরতে পারব না ? আমি তো গিয়ে কোনও সমস্যা করছি না। আমি গিয়ে কার্যকর্তাদের পাশে দাঁড়াচ্ছি। যদি কোনও রিগিং বা ঝামেলা হলে আমি তাঁদের পাশে দাঁড়াব। আমাকে আটকানোর জন্য এত তৎপর। কিন্তু, আজ বিভিন্ন জায়গায় দেখছেন, মোটর বাইকে তিনজন করে মুখ বেঁধে ঘুরে বেড়াচ্ছে। সুভাষপল্লি স্কুলে বুথ দখল হয়ে গেছে। ওখানে ৫০ জন ছেলে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাদের ধরতে পারবে না। ৭৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা মহিলা মোর্চার একজনের গায়ে হাত দেওয়া হয়েছে। প্রত্যেক জায়গায় বুথ দখল হয়ে গেছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*