ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডসের ফলাফল প্রকাশিত, সেরা বাঙালী অগ্নিশ বন্দ্যোপাধ্যায়

Spread the love

ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডসের ফলাফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার। ১১৪টি দেশের অঙ্কের সেরা ৬০০ ছাত্রদের মধ্যে প্রথম হলো এক বাঙালী। শুধু তাই নয় দীর্ঘ ২৪ বছর পরে ব্রিটেনের হয়ে ১০০ শতাংশ নম্বর পেয়েছে বাঙালী অগ্নিশ বন্দ্যোপাধ্যায়।

জন্ম কলকাতায়, তারপর ব্রিটেনে পড়াশুনো। বয়স ৭এর মধ্যেই প্রথম বই weird maths প্রকাশিত হয়েছে। রাইটস কিনেছে আমেরিকা, চিন, জাপান, ইতালি, রাশিয়া। দ্বিতীয় বই প্রেসে। তৃতীয় বই প্রকাশিত হবে ২০২০ সালে। ২০১২ সালে সরকারি ভাবে ব্রিটেনের সবচেয়ে বুদ্ধিমান মানুষ বলে অভিহিত করে মেন্সা। কলকাতায় ওর বই প্রকাশ করেছে হারপার কলিন্স।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*