দেশের শীর্ষ আদালতে মামলা করতে চলেছেন সমাজকর্মী স্বামী অগ্নিবেশ

Spread the love
ব্যবস্থা নেয়নি ঝাড়খণ্ডের প্রশাসন। তাই এ বার বিচার চাইতে দেশের শীর্ষ আদালতে মামলা করতে চলেছেন সমাজকর্মী স্বামী অগ্নিবেশ। সংবাদ সংস্থা এএনআই’কে তিনি বলেছেন, “১৫দিন কেটে গেল, একজনকে গ্রেফতারও করেনি।”
গণপিটুনি নিয়ে যখন উত্তাল দেশের রাজনীতি, সেই সময়ই গত ১৭ জুলাই ঝাড়খণ্ডের পাকুড়ে হামলা হয় স্বামী অগ্নিবেশের উপর। একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঝাড়খণ্ডে গিয়েছিলেন। হোটেল থেকে বেরোনোর পরই হামলার মুখে পড়তে হয় তাঁকে। অভিযোগ ওঠে বিজেপি’র দিকে। ভিডিওতে দেখা যায় জয় শ্রীরাম আওয়াজ তুলে ৮০ বছর বয়সী স্বামী অগ্নিবেশকে ফেলে পেটাচ্ছে একদল যুবক। আহত অগ্নিবেশকে হাসপাতালেও ভর্তি করতে হয়। সেদিনই তিনি বলেছিলেন, “ওরা কেন আমায় মারল আমি জানি না।”
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। গ্রেফতারও করা হয়েছিল ২০জনকে। কিন্তু পরে সবাই ছাড়া পেয়ে যায়। স্বামী অগ্নিবেশ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, “গোটা ঘটনাকে ধুয়ে-মুছে ফেলতে চাইছে। সেটা যাতে না হয় তাই আমি সুপ্রিমকোর্টে যাচ্ছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*