কথায় আছে বাসনার সেরা তৃপ্তি রসনায়।জিভে জল আনা খাবার শুধু যে উদরপূর্তি করে তা নয়, জোগায় মনের ভিয়েন।তাই রোজদিনের পাতায় প্রতি শনিবার আমাদের আহারে বাহারে তৃপ্ত করতে হাজির মৌসুমী রায় সরকার।মৌসুমীর রেসিপি পড়ুন, জমিয়ে রান্না করুন।সেই সঙ্গে জানান আপনাদের মতামত।
হানি – গার্লিক চিকেন – মৌসুমী রায় সরকার
উপকরণ : বোনলেস চিকেন 250 গ্রাম,
মধু 4 টেবিল চামচ,
লেবুর রস 4 টেবিল চামচ,
নুন স্বাদ মত,
সোয়া সস 2 টেবিল চামচ,
ক্যাপসিকাম 1টা,
সাদা তেল 1/2 কাপ,
শুকনো লঙ্কা 3-4টা,
রসুন 10/12 টা কোয়া ( কুচানো ),
কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ
প্রণালী : প্রথমে চিকেন পরিষ্কার করে ধুয়ে নুন ও সোয়া সস মাখিয়ে ঘন্টা খানেক রেখে দিতে হবে. এবার কড়াইতে তেল দিতে হবে. তেল গরম হলে চিকেন গুলো একটু কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়ে ভেজে তুলে রাখতে হবে. অতিরিক্ত তেল অন্য পাত্রে তুলে রাখতে হবে. তারপর কড়াইতে রসুন, ও শুকনো লঙ্কা হালকা করে নেড়ে নিয়ে ভাজা চিকেনটা দিয়ে দিতে হবে. তারপর ক্যাপসিকাম ও মধু দিয়ে একটু টস করে নিতে হবে. প্রয়োজনে সামান্য জল দেওয়া যেতে পারে. শেষে লেবুপাতা ও গোটা শুকনো লংকা দিয়ে দিয়ে পরিবেশন করতে হবে.
গত সপ্তাহের রেসিপি
Copyright © 2018 | rojdin.in All rights reserved. Powered by Prismhub Online Solutions Pvt. Ltd.
Be the first to comment