আহমেদাবাদের ওধাবে ভেঙে পড়ল বহুতল, কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা

Spread the love

আহমেদাবাদের ওধাবে ভেঙে পড়ল বহুতল। জানা গিয়েছে, রবিবার রাতে এক সরকারি আবাসনের দু’টি ব্লক ভেঙে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলাকারী দল। আসে দমকলও। উদ্ধার করা হয়েছে ৪ জনকে। কিন্তু দমকল কর্মীদের অনুমান, সম্ভবত এখনও ভিতরে আটকে রয়েছেন ৮ থেকে ১০ জন।

প্রায় ২০ বছর আগে তৈরি হয়েছিল এই আবাসন। কয়েকদিন আগেই আহমেদাবাদ পুরসভা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছিল এই বিল্ডিংকে। সেই মতো খালিও করে দেওয়া হয়েছিল ওই দু’টি ব্লক। কিন্তু বৃষ্টির হাত থেকে বাঁচতে রবিবার ফের ওই বিল্ডিংয়ে জড়ো হন কয়েকজন বাসিন্দা। আর তখনই ঘটে এই বিপত্তি। ভেঙে পড়ে ২৩ এবং ২৪ নম্বর ব্লক। জানা গিয়েছে এই দু’টি ব্লকই চারতলা ছিল।

আহমেদাবাদের আবাসন মন্ত্রী প্রদীপ সিং জাদেজা জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল উদ্ধার কার্যে সব রকমের উন্নত যন্ত্রপাতি ব্যবহার করছে। তিনি আরও জানিয়েছেন, শনিবারই ওই বিল্ডিং খালি করে দিতে বলা হয়েছিল আবাসিকদের। চলেও গিয়েছিলেন অনেকেই। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে শিফটিংয়ের ক্ষেত্রে সমস্যা হয়েছিল বেশ কয়েকটি পরিবারের। রবিবার ফিরে আসেন বেশ কয়েকজন। দমকল সূত্রে খবর, রবিবার রাত ৯টা নাগাদ ভেঙে পড়ে ওই দু’টি ব্লক।

আহমেদাবাদ মিউনিসিপাল করপোরেশনের কমিশনার বিজয় নেহেরা এবং আহমেদাবাদের মেয়র জানিয়েছেন, প্রায় ৩২টি ঘর ছিল ওই দু’টি ব্লকে। সব মিলিয়ে আবাসিকদের সংখ্যা ছিল কমপক্ষে ১৫০। সবকটি ঘরই ধুলিসাৎ হয়ে গিয়েছে। আটকে পড়া আবাসিকদের যত দ্রুত সম্ভব উদ্ধার করার নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*