সাংবাদিকদের কুকুরের সঙ্গে তুলনা করে বহিষ্কৃত হলেন এআইএডিমকের নেতা। তাকে দলের যাবতীয় দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে এআইএডিএমকে। সোমবার তুতেকোরিনের পুলিশের গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তামিলনাড়ুর উপ-মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভাম। সেখানে তাঁর সঙ্গে থাকার কথা ছিল ওই বিতর্কিত নেতা হরি প্রভাকরণের। কিন্তু তার আগেই হরির এই টুইট বিতর্ক বাধিয়ে দেয়। সেই টুইটে, সাংবাদিকদের ‘রাস্তার কুকুর’ বলে লেখা ছিল। আরও বলা হয়েছিল, উপ-মুখ্যমন্ত্রীর সফরের সময় হাসপাতালের ভিতর সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া উচিত নয়। যেসব রাস্তার কুকুররা বিস্কুটের জন্য চিৎকার করে, তাদের গেটের সঙ্গে বেঁধে রাখা উচিত। তড়িঘড়ি বিতর্ক এড়াতে তাকে উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গীদের তালিকা থেকেও বাদ দেয়া হয়। পরে শীর্ষ নেতৃত্ব বিবৃতি জারি করে তাকে দল থেকে বহিষ্কার করে। যদিও পরে টুইটটি মুছে ফেলে হরি। তাছাড়া নতুন টুইট করে গোটা বিষয়টির জন্য ক্ষমা চায়। কিন্তু শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তেই অনড় থাকে রাজ্য নেতৃত্ব।
Be the first to comment