দীর্ঘ ১১ দিন লড়াই করে অবশেষে কর্ম বিরতি প্রত্যাহার করল দিল্লী AIIMS

Spread the love

অমৃতা ঘোষ:-

আর জি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের অর্ডার কে মান্যতা দিয়ে ১১ দিন ধরে চলা দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন।

স্বতঃপ্রণোদিত মামলার দ্বিতীয় দিনের শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রর বেঞ্চ অবিলম্বে ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানান এবং আদালত জানায়, ডাক্তারি ধর্মে জনস্বাস্থ্য পরিষেবাকে কোনওভাবেই অচল করে দেওয়া মানায় না।

তাই বৃহস্পতিবার বিকেলে তাঁরা সুপ্রিম কোর্টের আবেদনে সাড়া দিয়ে এবং আশ্বাস পেয়ে তাঁরা কাজে যোগ দিচ্ছেন বলে জানান। তাঁরা বলেন , রোগীদের সেবাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। একইভাবে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালের ডাক্তাররাও সুপ্রিম কোর্টের আশ্বাসে ধর্মঘট তুলে নিয়ে জানিয়েছেন, আগামিকাল, ২৩ অগস্ট, সকাল ৮টা থেকে তাঁরা কাজে ফিরছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*