মাসানুর রহমান,
শনিবার ভোর রাতে আচমকাই সার্ভার বিভ্রাটের জেরে স্তব্ধ হয়ে যায় এয়ার ইন্ডিয়ার পরিষেবা। সাথে সাথেই আটকে পড়ে একের পর এক বিমান৷ শুধু ভারতে নয় বিশ্বের বিভিন্ন এয়ারপোর্টে প্রকট সমস্যার সম্মুখীন হন যাত্রীরা। বিমান ধরতে এসে এই সমস্যা দেখা যায়।
সূত্র থেকে জানা যায় রাত সাড়ে তিনটে নাগাদ হঠাৎ এয়ার ইন্ডিয়ার প্রধান সার্ভার পুরোপুরি শাটডাউন হয়ে যায় আর তার জেরেই ঘটে এই বিপত্তি ৷ প্রভাব পড়ে এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক উড়ানগুলি। অনেক যাত্রী ট্যুইটারে নিজেদের দুর্ভোগের কথা জানিয়ে এয়ারপোর্টের ভিড়ের ছবিও পোস্ট করেছেন ৷
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে ৷ এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বনী লোহানি জানিয়েছেন, SITA সফটওয়্যারের সমস্যার কারণেই সার্ভার বসে এই বিপত্তি ৷ একবছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সার্ভার সমস্যার মুখোমুখি এয়ার ইন্ডিয়া ৷
Be the first to comment