ইতালির মিলান শহর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি ছেড়েছিল স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ। কিন্তু, টেক অফের পরেই বাধল বিপত্তি। নিজের সিট থেকে উঠে ককপিটে ঢোকার চেষ্টা করতে লাগলেন এক ব্যক্তি। ছুটে এলেন বিমান কর্মীরা। কিন্তু, ব্যক্তি নাছোড়। তিনি ককপিটেই ঢুকেই ছাড়বেন। শেষে পরিস্থিতি বাগে আনতে বিমান ফিরল মিলানেই। আর ব্যক্তিকে তুলে দেওয়া হল পুলিশের হাতে।
ঘটনাটি গত বৃহস্পতিবারের। এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, মিলান থেকে দিল্লিতে রওনা দিয়েছিল ড্রিমলাইনারের এআই ১৩৮। বিমান যাত্রী সংখ্যা ছিল প্রায় ২৫০ জন। টেক অফের পরেই নিজের সিট ৩২সি থেকে হঠাৎই উঠে পড়েন গুরপ্রীত সিংহ নামে ওই যাত্রী। তার পরেই ককপিটে ঢোকার চেষ্টা করতে থাকেন।
বেগতিক দেখে বিমান ফের ল্যান্ড করার সিদ্ধান্ত নেন পাইলট। এয়ার ইন্ডিয়ার মুখপাত্রের কথায়, ‘‘ওই যাত্রী নিয়ম কানুনের তোয়াক্কা করছিলেন না। জোর করে ককপিটে ঢোকার চেষ্টা করছিলেন। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’’
ঘটনার জেরে নাকাল হতে হয় যাত্রীদেরও। মিলানে ফের ল্যান্ড করার প্রায় আড়াই ঘণ্টা পরে বিমানটি তার গন্তব্যে রওনা দেয়।
Be the first to comment