বিমান হাইজ্যাক করার হুমকি ফোন এলো এয়ার ইন্ডিয়ার অফিসে। জানা গিয়েছে, শনিবার আসে হুমকি ফোন। ফোনে বলা হয়েছে বিমান হাইজ্যাক করে নিয়ে যাওয়া হবে পাকিস্তানে। মুম্বইয়ের কন্ট্রোল রুমে এসেছে সেই ফোন। শনিবার এই ফোন আসার পরই নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে সিআইএসএফকে।
ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির তরফ থেকে শনিবার এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মুম্বইতে এয়ার ইন্ডিয়ার অপারেশন কন্ট্রোল সেন্টারে আসে সেই হুমকি ফোন। ২৩.২.২০১৯ অর্থাৎ শনিবারই বিমানটি হাইজ্যাক করে পাকিস্তানে নিয়ে যাওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, টার্মিনালে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি থাকবে। সব গাড়ির পরীক্ষা-নিরীক্ষা করা হবে। গাড়িতে বিস্ফোরক আছে কিনা, তা খতিয়ে দেখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের চেকিংও বাড়ানো হবে।
গোয়েন্দাদের দেওয়া রিপোর্ট অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে মুম্বইয়ে ফের বড়সড় জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে। রেল স্টেশনগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সেইসঙ্গে সিন্ধদূর্গ, রত্নগিরি, রায়গড় এলাকায় সমুদ্রের তীরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।
Be the first to comment