বিক্রি না হলে বন্ধ হয়ে যেতে পারে এয়ার ইন্ডিয়া

Spread the love

যদি এয়ার ইন্ডিয়া বিক্রি না করা যায় তাহলে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বন্ধ করা হতে পারে ৷ কারণ এটি চালানো কঠিন বলেই অভিমত প্রকাশ করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী ৷ তবে আগামী মার্চের মধ্যে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির সম্পূর্ণ বেসরকারিকরণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৷

কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, যদি এয়ার ইন্ডিয়াকে বেসরকারিকরণ না করতে পারা যায়, সে ক্ষেত্রে সংস্থাটিকে চালানোর মতো অর্থ কোথা থেকে আসবে? বর্তমানে এয়ার ইন্ডিয়া প্রথম শ্রেণীর সম্পত্তি হওয়ায় তা বিক্রি করলে অনেক ক্রেতা পাওয়া যাবে। কিন্তু, যদি আদর্শগত অবস্থানে অনড় থেকে সেটা না করা হয় তাহলে ,এটা চালানো কঠিন হয়ে পড়বে বলে মনে করেন তিনি ৷

ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, চলতি অর্থবর্ষেই সরকারের লক্ষ্য এয়ার ইন্ডিয়া ও ভারত পেট্রোলিয়ম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-এর বিক্রি সম্পূর্ণ করা। এয়ার ইন্ডিয়া কিনতে বহু লগ্নিকারী আগ্রহী বলে অর্থমন্ত্রী দাবিও করেন ৷

এদিকে, এয়ার ইন্ডিয়া-র বিক্রি প্রক্রিয়া শুরুর আগে সংস্থার ম্যানেজমেন্ট ও কর্মচারী সংগঠনগুলি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে একগুচ্ছ প্রস্তাব পাঠায়। যাতে দাবি করা হয়, বর্তমান ও প্রাক্তন কর্মচারীদের চিকিৎসার সুবিধা, পাইলটদের বকেয়া, দু’বছরের লক-ইন পিরিয়ডের দাবি, কর্মীদের কমপ্লিমেন্টারি টিকিট ইত্যাদি। তবে বেসরকারিকরণের পরে কর্মীদের এক বছর চাকরির নিরাপত্তা কী ভাবে রাখা যায়, সে বিষয়ে পরিকল্পনাও করছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

এক দশকেরও বেশি সময় লাভের মুখ দেখেনি এয়ার ইন্ডিয়া। রাষ্ট্রায়ত্ত উড়ান সংস্থাটিকে বাঁচাতে বার বার সরকারকে অর্থ দিলেও সংস্থার হাল ফেরেনি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*