সমস্যায় পড়লো ইন্ডিগো বিমান, বিপদ থেকে রক্ষা পেলেন ৭২ জন যাত্রী

Spread the love

আবারও সমস্যায় পড়লো ইন্ডিগো বিমান। অবতরণের সময় ফেটে গেল বিমানের চাকা। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন কমপক্ষে ৭২ জন যাত্রী। জানা গিয়েছে, বৃহস্পতিবার তিরুপতি থেকে হায়দ্রাবাদগামী ইন্ডিগোর ৬E ৭১১৭ নম্বর বিমানটি রাত সাড়ে দশটা নাগাদ রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ঘটে যায় দুর্ঘটনা। অবতরণের সময় ফেটে যায় বিমানের একটি চাকা।

এদিকে আগুনের ফুলকি দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু তা থেকে আগুন লেগে যাওয়ার মতো ঘটনা ঘটার আগেই বিমানবন্দরের দমকমকর্মীদের ত‍‍ত্‍পরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, ওই বিমানে ছিলেন কংগ্রেস বিধায়ক অভিনেত্রী রোজা। তিনি জানান, হঠাৎই এমন ঘটনার কারণে বিমানের দরজা খুলতে দেরি হওয়ায় বেশ কিছু যাত্রী বিমানকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, এক শিশু সহ বিমানের ৭২ জন যাত্রী ও ৪ জন বিমানকর্মী নিরাপদেই অবতরণ করেছেন।

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*