আবারও দুর্ঘটনার কবলে পড়লো এয়ার ইন্ডিয়ার বিমান, পড়ুন!

Spread the love
ট্যাক্সি-বে ধরে রানওয়ে দিয়ে ছুটে আসছে বিমান। আচমকাই প্রবল ঝাঁকুনি। ভিতরে নড়েচড়ে বসলেন যাত্রীরা। কী ব্যাপার? রানওয়ের ধারেই একটি বহুতলে আটকে গেছে বিমানের বাম দিকের ডানা।
স্টকহোম আরলান্ডা বিমানবন্দরে ঘটানাটি ঘটেছে বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ছ’টা নাগাদ। ১৭৯ জন যাত্রী নিয়ে ওড়ার অপেক্ষায় ছিল এয়ার ইন্ডিয়ার বিমান।  টার্মিনাল ৫ থেকে প্রায় ৫০ মিটার দূরত্বে ঘটে যায় এই দুর্ঘটনা।  তবে বিমানের ভিতর সব যাত্রীরা সুরক্ষিতই রয়েছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ঘটনার পরেই ছুটে আসে পুলিশ  ও দমকল বাহিনী।  নিরাপদে বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।  কী ভাবে এই ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখা হচ্ছে।
এক যাত্রীর কথায়, “খুবই আতঙ্কে ছিলাম।  ওড়ার আগে হঠাৎ করে ঝাঁকুনিতে চমকে যাই সবাই।  পরে শুনি বিমানের ডানা আটকে গেছে একটি বাড়ির দেওয়ালে।  আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।  ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ”
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমানটি স্টকহোম থেকে দিল্লি যাচ্ছিল। পাইলটের অসর্কতায় এই ঘটনা ঘটল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
হাওড়ার বালীখাল মোড়ে কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের সভা। জমায়েত হয়েছেন কয়েকশো বাম কর্মী। সকাল ১১:৪৫ থেকে ফের শুরু হবে কলকাতার উদ্দেশে পদযাত্রা। সভাস্থলে উপস্থিত পুলিশ বাহিনী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*