মাঝ আকাশে বিমানের ইঞ্জিন থেকে ধোঁয়া, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

Spread the love

আবু ধাবি থেকে কালিকটগামী এয়ারইন্ডিয়ার বিমানে ধোঁয়া। শুক্রবার সকালে উড়ানের পরেই মাঝ আকাশে একটি ইঞ্জিন থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ‘জরুরি’ অবতরণের ঘোষণা করা হয়। আবু ধাবি বিমানবন্দরে ফিরিয়ে আনা হয় বিমানটিকে।ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও কোনও হতাহতের খবর মেলেনি।

এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ‘‘২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি উড়ানের পর ফিরিয়ে আনা হয়েছে। আবু ধাবি থেকে কালিকট যাচ্ছিল সেটি। ১০০০ ফিট উচ্চতায় বিমানের এক নম্বর ইঞ্জিন থেকে ধোঁয়া বার হতে দেখা গিয়েছিল বলেই জরুরি অবতরণ করানো হয়েছে।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*