
রোজদিন ডেস্ক , কলকাতা:- এক উড়ো জাহাজের পাখির দলের সঙ্গে লাগলো ধাক্কা। যার ফলে আগুন ধরে গেল বিমানের ইঞ্জিনে। কোনও রকমে বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হলো বিমানটিকে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকা অবস্থায় বিমানটির ভিডিও সামনে এসেছে, যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি বিমানবন্দরে অবতরণের পরও আগুন জ্বলছিল।আমেরিকার নিউ জার্সির ঘটনা। পণ্য পরিবেষা প্রদানকারী বহুজাতিক সংস্থা FedEx-এর একটি পণ্যবাহী বিমানটি মাঝ আকাশে দুর্ঘটনা গ্রস্ত হয়। পাখির দলের সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। এর ফলে ডান দিকের ইঞ্জিনটিতে আগুন ধরে যায়। সেই অবস্থায় বিমানটিকে আকাশে উড়তে দেখে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন অনেকেই। বিপদ বুঝে নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি ভিত্তিতে অবতরণের সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত বিমানবন্দরের মাটি ছোঁয় যখন বিমানটি, সেই সময়ও আগুন জ্বলছিল দাউদাউ করে।
এয়ার ট্রাফিক কন্ট্রোলে দুর্ঘটনার সময়ের যে কথোপকথনের রেকর্ড ধরা পড়ে, তাতে এক ব্যক্তি জানান, পাখিদের সঙ্গে ধাক্কা লেগেছে বিমানটির। বিমানবন্দরে নামতে হবে যেনতেন প্রকারে। এর পর আর এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “আমরা ওদের (দুর্ঘটনাগ্রস্ত বিমানটির) ডানদিকের ডানার ইঞ্জিন খুলে পড়ে যেতে দেখলাম।”
A FedEx cargo plane was forced to make an emergency landing at Newark Liberty International Airport after colliding with a bird shortly after takeoff, igniting an engine fire.
Read more: https://t.co/osx8oopY7R pic.twitter.com/j0bU5rWYMl
— ABC News (@ABC) March 1, 2025
Be the first to comment