২০২৪ সালের মধ্যেই ১০০টি নতুন এয়ারপোর্ট খুলতে চলেছে ভারতে। এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির মন্দা কাটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে এক লক্ষ কোটি টাকা।
১০০টি নয়া বিমানবন্দর ছাড়া এই প্রকল্পের মধ্যে রয়েছে ১০০০টি নতুন রুটের প্রস্তাবও। বিশেষ করে ছোট শহর ও গ্রামগুলিকে এবার আকাশপথে জুড়ে দেওয়ার বিষয়ে ভাবনা-চিন্তা চলছে। দেশে বিনিয়োগ বাড়াতে ২০২৫-এর মধ্যে যে ধরনের পরিকাঠামো প্রয়োজন, তার জন্য বিমান পরিষেবাকে আরও অনেকটাই উন্নত করতে হবে বলে মনে করছে সরকার।
গত ছয় বছরের মধ্যে দেশে আর্থিক বৃদ্ধির হার বর্তমানে সর্বনিম্ন। ২০২৫-এর মধ্যে ভারতকে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে হলে পরিকাঠামোর উন্নতি প্রয়োজন বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Be the first to comment