বিমান দেরিতে ওড়ায় আজ সকালে দমদম বিমানবন্দরে বিক্ষোভ দেখান যাত্রীরা । গো এয়ার বিমান পরিবহন সংস্থার গুয়াহাটি ও আহমেদাবাদগামী বিমান উড়তে দেরি হওয়ায় বিক্ষোভ দেখান ওই দুই বিমানের যাত্রীরা । সংস্থার কর্মীদের কাছে জবাবদিহি চান তাঁরা । দুপুরে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয় ।
যাত্রীদের অভিযোগ, উড়ানে বিলম্ব হতে পারে, তা প্রথমে জানানো হয়নি । তাঁরা বিমানবন্দরে এসে বিষয়টি জানতে পারেন । বিকল্প বিমান কখন উড়বে সেটাও প্রথমে জানানো হয়নি । অন্যদিকে, সংস্থা সূত্রে খবর, পাইলটদের ডিউটি চার্ট নিয়ে সমস্যার জেরে এমনটা হয় । তবে সেই সমস্যা সংস্থার তরফে দ্রুত মেটানোর ব্যবস্থা করা হয়। দুপুরে দুটি বিকল্প বিমানে আহমেদাবাদ এবং গুয়াহাটিতে যাত্রীদের পৌঁছে দেওয়া হয়।
যদিও যাত্রীদের দাবি, সকালের বিমান ধরার জন্য তাঁরা রাতেই বিমানবন্দরে চলে এসেছিলেন । সমস্যার কথা আগে থেকে তাঁদের জানানো হলে দুর্ভোগ কম হত।
Be the first to comment