অযোধ্যায় ভগবান রামের মূর্তি অবশ্যই হওয়া উচিত। এবং সেটা যেন সর্দার বল্লবভাই পটেলের মূর্তির থেকেও উঁচু হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পরিকল্পনাকে সমর্থন জানিয়ে এমন কথা বললেন সমাজবাদী পার্টি নেতা আজম খান।
বুধবার ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী লৌহমানব সর্দার বল্লবভাই পটেলের ১৪৩ তম জন্মদিনে তাঁর ১৮২ মিটার উঁচু মূর্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের উচ্চতম এই মূর্তির নাম দেওয়া হয়েছে ‘স্ট্যাচু অফ ইউনিটি।’ গুজরাটের সাধু-বেট দ্বীপে ২০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে এই মূর্তি। চারপাশে রয়েছে ১২ বর্গকিলোমিটার কৃত্রিম লেক।
অনেক আগে থেকেই অযোধ্যায় ভগবান রামের মূর্তি তৈরির জন্য যোগী আদিত্যনাথকে অনুরোধ করছিলেন সেখানকার সাধু সম্প্রদায়। সেই পরিপ্রেক্ষিতেই ১৫১ মিটার উঁচু রামের মূর্তি স্থাপনের পরিকল্পনা করেছেন যোগী বলে খবর। এই নিয়েই সমাজবাদী পার্টির নেতা আজম খানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ” এটা তো সর্দার বল্লবভাই পটেলের মূর্তি তৈরির পরিকল্পনার সময়ই করা উচিত ছিল। ভগবান রামের মূর্তি নিয়ে কেউ বিরোধিতা করবে এটা ভাবাই উচিত নয়। আমি মনে করি স্ট্যাচু অফ ইউনিটির থেকেও উঁচু হওয়া উচিত ভগবান রামের মূর্তি।”
সূত্রের খবর, আগামী সপ্তাহে দীপাবলি উপলক্ষ্যে অযোধ্যায় গিয়ে রামপুরে সরযূ নদীর তীরে ভগবান রামের মূর্তি তৈরির ব্যাপারে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীর ঘোষণার দিকেই আপাতত তাকিয়ে অযোধ্যার সাধু সম্প্রদায়।
Be the first to comment