ধুলো পড়তে দেখেই মনে হলো ব্রিজ ভেঙে পড়তে পারে, মুহূর্তের মধ্যে ভাইরাল ছবি; দেখুন!

Spread the love
মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনা শহরবাসীর মধ্যে যে কী পরিমাণ আতঙ্ক সৃষ্টি করেছে, তা আরও একবার দেখা গেল। ব্রিজ থেকে ধুলো পড়তে দেখেই শুরু হলো ব্রিজ ভেঙে পড়তে পারে, এই জল্পনা। এমনকী সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়াল সেই ঘটনা। অবশেষে পরিস্থিতি সামলাতে নামতে হলো কলকাতা পুলিশকে।
বৃহস্পতিবার এজেসি বোস রোড ফ্লাইওভার থেকে হঠাৎ প্রচুর পরিমাণে ধুলো পড়তে দেখা যায়। ঘটনাটি ঘটে মূলত, এজেসি বোস রোড-রডন স্ট্রিট সংযোগস্থলে। ধুলো পড়তে দেখেই স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। সবাই ফ্লাইওভারের নিচ থেকে সরে আসেন। অনেকেই পুরো ঘটনাটির ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন।
মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। অনেকে বলতে থাকেন, এজেসি বোস রোড ফ্লাইওভারে এখন কেউ উঠবেন না। ওই রাস্তা এড়িয়ে চলুন। এমনকী এক ধাপ এগিয়ে অনেকে তো এও বলতে শুরু করেন, চাঙড় ভেঙে পড়েছে এজেসি বোস রোড ফ্লাইওভার থেকে। রীতিমতো আতঙ্কের রেশ বয়ে যায় সোশ্যাল মিডিয়াতে।
অবশেষে পরিস্থিতি মোকাবিলায় নামে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ নিজেদের ফেসবুক পেজে লেখে, অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এজেসি বোস রোড ফ্লাইওভারের উপর ঝাঁট দেওয়ার কাজ চলছিল। পরিষ্কার করার কাজ যাঁরা করছিলেন, তাঁরা ঝাঁট দেওয়ার পর সেই ধুলো ফ্লাইওভারের ড্রেন পাইপ দিয়ে নীচে ফেলে দেন। সেই ধুলো কোন ভাবে পাইপের বাইরে দিয়ে নীচে পড়তে থাকে। সেটা দেখেই আতঙ্ক ছড়ায় সবার মধ্যে।
কলকাতা পুলিশের বক্তব্য শোনার পর অবশ্য এই ঘটনা নিয়ে রসিকতাও শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কেউ বলছেন, এ তো রজ্জুতে সর্পভ্রম হওয়ার মতো অবস্থা হলো। আবার কেউ বলছেন, কারও কোনও বিপদ হয়নি ঠিকই, কিন্তু সত্যিই যদি কিছু হতো। যাঁরা ভিডিও তুলে পাঠিয়েছেন, তাঁরা তো সবার ভালোর জন্যই পাঠিয়েছেন।

দেখুন ভিডিও-

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*